মুসলিম লীগ ছেড়ে মিমে যোগ দিলেন সাবির গফফার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210330-WA0011

রফিকুল হাসান: মুসলিম লীগের সর্বভারতীয় যুব সভাপতির পদ ছেড়ে আসাদউদ্দিন ওয়েসীর দল মিমে যোগ দিলেন সাবির গফফার। সম্প্রতি অল ইন্ডিয়া মজলিসের তরফ থেকে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী মুর্শিদাবাদে সভা করেন। সেই সভায় আসাদউদ্দিন ওয়েসীর হাত থেকে মিমের পতাকা নেন সাবির গফফার। এ ব্যাপারে সাবির গফফার বলেন, “দীর্ঘদিন মুসলিম লীগের সঙ্গে যুক্ত ছিলাম। এরাজ্যে মুসলিম লীগ তেমন কোনো কাজ করে নি। তাই গত এক মাস আগে আমি মুসলিম লীগ থেকে ইস্তাফা দিয়েছি। পিছিয়েপড়া মজলুম মানুষদের স্বার্থে কাজ করার জন্য মিমে যোগ দিয়েছি।”  উল্লেখ্য, মিমের এই সভা থেকে আসাদউদ্দিন ওয়েসী ঘোষণা করেন, “এই রাজ্যে সাবির গফফার এর হাত ধরে মিমের কাজকর্ম পরিচালিত হবে।”  এই বিধানসভায় কত আসনে প্রার্থী দিচ্ছেন? এ প্রশ্নের জবাবে সাবির গফফার বলেন, “আমরা এমনভাবে নির্বাচনে লড়াই করবো না যাতে বিজেপির সুবিধা হয়। সেজন্য আমরা রাজ্যের 294 টি আসনে প্রার্থী দেবো না। যে সমস্ত জায়গায় আমাদের সংগঠন আছে এরকম কিছু কেন্দ্রে আমরা প্রার্থী দেবো। আগামী সপ্তাহে রাজ্যে আসবেন আসাদউদ্দিন ওয়েসী সাহেব। তাঁরই নির্দেশে সমস্ত কাজ হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর