সাগরদ্বীপে শুরু হল সবলা মেলা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210204-WA0008

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবার:- সাগরদ্বীপের চৌরঙ্গীতে সুন্দরবন জনকল্যান সংঘ বিদ্যানিকেতন (কন্যাশ্রী) মাঠে আজ থেকে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। এই মেলা উদ্বোধন করলেন সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুল শামির শাহ্, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস় ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই মেলা শুভ উদ্বোধন হয় জাতীয় পতাকা উত্তোলনও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এছাড়াও আদিবাসী নৃত্যানুষ্ঠান।


এই মেলা চলবে ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে শালপাতার মূর্তি ও কিছু স্টল। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি কিছু কারুকার্য (1) ঝিনুক মালা(2) ড্রাই ফ্লাওয়ার (3) মাশরুম (4) ব্যাগ সিটি গোল্ড কেক আচার (5) লিকুইড ডিটারজেন্ট (6) লাইলন ব্যাগ (7) অলংকার এবং পুতুল (8) গার্মেন্টস (9) বাটিক প্রিন্ট শাড়ি (10) ড্রাই ফুড,আরে বিভিন্ন স্টল রয়েছে। এছাড়াও মাক্স স্যানিটাইজার চ্যানেল এবং সিসি টিভির মাধ্যমে বিশেষ নজরদারি রয়েছে।সাগরদ্বীপে শুরু হল সবলা মেলা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর