শুভেন্দুর সভায় যাওয়া নিয়ে কোন্দল, মালদহ তৃণমূলে অস্বস্তিতে শাসক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201112-WA0006

এনবিটিভি: জেলায় তিনি শুভেন্দুর অনুগামী হিসেবেই পরিচিত. নন্দীগ্রামে শুভেন্দুর সভায় অনুগামীদের নিয়ে তিনি যোগ দিয়েছেন বলে খবর রটে যায়, এর পরেই মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল দল ভাঙাচ্ছেন বলে অভিযোগ ওঠে দলেই. তৃণমূলেরই একটি অংশের অভিযোগ, দল ভাঙানোর চেষ্টা করছেন গৌর।

সূত্রের খবর, মঙ্গলবার নন্দীগ্রামে সভা ছিল শুভেন্দুর। গৌর সহ জেলা পরিষদের 10 সদস্য সেদিন জেলায় ছিলেন না বলে খবর পান তৃণমূল নেতৃত্ব,এর পরেই গৌরের বিরুদ্ধে দল ভাঙ্গানোর চেষ্টার অভিযোগ ওঠে।
গৌর অবশ্য বলেন, আমরা জেলায়ই রয়েছি। ইচ্ছে করেই ভুল বার্তা রটানো হচ্ছে।
জেলা বিজেপি নেতৃত্বের দাবি, বিহারে বিজেপির ফল দেখে তৃণমূলের অনেকেই হাওয়া হয়ে যাচ্ছে. বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, এই প্রবণতা ততই বাড়বে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর