যক্ষ্মা হাসপাতাল যাদবপুর থেকে সরছে বারুইপুরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20201226_120825

শুধুমাত্র দেশের সুস্থতায় নয় এবার চিকিৎসা পরিকাঠামো তেও ধাক্কা দিচ্ছে করোনা।লক্ষাধিক মানুষের প্রাণ নিয়ে, দেশের সুস্থতা কেড়ে নিয়েও যেন শান্তি পাচ্ছেনা করোনা। এবারে দেশের চিকিৎসা পরিকাঠামোতেও ধাক্কা দিচ্ছে নভেল করোনা ভাইরাস। করোনার জেরে যাদবপুরের কে এস রায় যক্ষ্মা হাসপাতালে যক্ষার চিকিৎসাই বন্ধ হয়ে যাচ্ছে। নতুন বছরে ১৩০ টি শয্যা নিয়ে পুরোদস্তুর কোভিড হাসপাতাল নামে আত্মপ্রকাশ করতে চলেছে কে এস রায় যক্ষা হাসপাতাল। বদলে, সেখানকার যক্ষ্মা চিকিৎসার পুরো পরিকাঠামোই বদলি হয়ে যাচ্ছে বারাইপুর হাসপাতালে।

শুধু কি তাই! অন্যদিকে, করোনা চিকিৎসা বন্ধ হতে চলেছে কে এম বাঙ্গুর হাসপাতালে। সেটি (বাঙ্গুর) আবারো দক্ষিণ ২৪ পরগনার সদরহাসপাতাল নামে সব রোগের চিকিৎসা শুরু করতে চলেছে অচিরেই।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে, বাঙ্গুর সদর হাসপাতাল করোনা ছাড়া অন্য সব রোগের চিকিৎসা বন্ধ করে দেওয়ায় দক্ষিণ ২৪ পরগনা, এমনকি শহর কলকাতার ও একটা বড় অংশের চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল। ফলে, ভয়ঙ্কর চাপ বেড়ে গিয়েছিল এস এস কেম এর উপরে। ফলে রোগী প্রত্যাখ্যানের হারও বেড়ে গিয়েছিল বেশ অনেকখানি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর