বি‌শ্বের তৃতীয় বৃহত্তম মস‌জিদ আল‌জে‌রিয়ার আজম মসজিদ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200819-WA0055

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: অবশেষে নির্মাণ কাজ শেষ হলো ১৪০ কোটি ডলার ব্যয়ে নির্মিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আজম মসজিদের!এই আজম মসজিদটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে স্বীকৃতি পাচ্ছে । গত রমজানে এই মসজিদের উদ্বোধনের কথা ছিল। করোনা মহামারি কারণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। উদ্বোধনের আগেই সুউচ্চ মিনার থেকে প্রথম বারের মতো আজানের ধ্বনি ভেসে এসেছে।
রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে নব নির্মিত এই মসজিদটি উদ্বোধন করার প্রত্যাশা ছিল।

আলজেরিয়ার সমুদ্র উপকূলে মসজিদুল আজম এর কাজ ২০১২ সালে শুরু হয়। পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পর আলজেরিয়ায় নব নির্মিত এ মসজিদটি সবচেয়ে বড়। হারামাইন-আশশারিফাইনের পরে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ডলার।

একনজরে মসজিদের তথ্য:

নাম :- আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ৷

আয়তন :- ২০ হাজার বর্গমিটার৷

মিনারের উচ্চতা :- ৮৭৪ ফুট৷

একসঙ্গে নামাজ আদায় :- ১ লাখ ২০ হাজার মুসল্লি৷

লাইব্রেরি :- মসজিদ চত্বরে দ্য দাজমা আল দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে।২১ হাজার ৮শ মিটারের এ লাইব্রেরি হলে এক সঙ্গে ২ হাজার লোক বসে বই পড়তে পারবে৷

গাড়ি পার্কিং : তিন স্তর বিশিষ্ট ১ লাখ ৮০ হাজার বর্গমিটারের আন্ডারগ্র্যাউন্ড গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। এতে একসঙ্গে ৬ হাজার গাড়ি রাখা যাবে৷

হল রুম : ১৬ হাজার বর্গমিটারের দুটি কনফারেন্স হল। একটিতে ১৫০০ এবং অপরটিতে ৩০০ আসন রয়েছে।

অনন্য আকর্ষণ : মসজিদটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে৷ নির্মাণ ব্যয় :- ১৪০ কোটি ডলার৷ ডিজাইন :- জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’৷ নির্মাণ তত্ত্বাবধানে :- গৃহায়ণ মন্ত্রণালয় আলজেরিয়া।

চলতি বছর রমজানে রাষ্ট্রীয়ভাবে এ মসজিদটি উদ্বোধন করার কথা ছিল। প্রাণঘা’তী বৈশ্বিক মহামা’রিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব মসজিদ বন্ধ থাকায় উদ্বোধন হয়নি নবনির্মিত বিশ্বের তৃতীয় বৃহত্তম আলজেরিয়ার এ মসিজদটি।

তবে মহামা’রি করোনার প্রাদুর্ভাব কমে আসলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমেই উদ্বোধন হবে এ বিশাল মসজিদ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উদ্বোধন হলেও নিয়মিত এ মসজিদে আজান দেয়া শুরু হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর