তুর্কি জাহাজে ফ্রান্স হামলা করলে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি এরদোগানের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200817-WA0016

এনবিটিভি ডেস্ক: ভূ্মধ্যসাগরে বিবাদপূর্ণ জলসীমায় আন্তর্জাতিক আইন মেনে বৈধ ভাবেই তেল ও গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠিয়েছে তুরস্ক। তাই তুর্কিকি জাহাজে হামলা চালালে যথাযথ জবাব দেওওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। পূর্ব ভূমধ্যসাগরে ক্রিট দ্বীপ অঞ্চল ও সাইপ্রাসের মধ্যবর্তী জলসীমাকে নিজেদের বলে দাবি করে আসছে গ্রিস। এ নিয়ে তুরস্কের বিরুদ্ধে অব্থান নিয়েছে ফ্রান্সও।

এদিকে, তেল-গ্যাসের অনুসন্ধান চালাতে ওরুক রেইস নামক জাহাজ পাঠিয়েছে তুরস্ক। এটিকে পাহারা দেওয়ার জন্য সঙ্গে কয়েকটি সামরিক জাহাজও পাঠিয়েছে দেশটি। আর এ পদক্ষেপের বিরুদ্ধে গ্রিস অবস্থান নিতেই ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিতর্কিত এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা করলে এরদোগান বলেন, ‍‘আমরা বলে দিয়েছি যে আমাদের ওরুক রেইসকে আক্রমণ করা হলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। তারা আজকে প্রাথমিক জবাব পেয়েও গেছে।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর