লেদার কম্পলেক্সে ড্রেনের ভিতরে রং করতে নেমে মৃত এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুই শ্রমিক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210205-WA0016

নিউজ ডেস্কঃ আজ কলকাতা লেদার কমপ্লেক্সের তিন নাম্বার গেটের ভেতরে কলকাতা কর্পোরেশনের তৈরি নব নির্মিত ড্রেনের ভিতরে শুক্রবার রং তুলি হাতে নিয়ে কাজে নেমেছিলেন তিন শ্রমিক। ড্রেনের ভিতরে নামতেই গ্যাসে তাদের দম বন্ধ হয়ে হয়ে যায়। বেশ কিছুক্ষণ সাড়া শব্দ না পাওয়ায় উপরে কাজ করা শ্রমিকরা তল্লাশি শুরু করেন। খবর যায় কলকাতা লেদার কম্পলেক্স থানায়। প্রথমে পুলিশ এবং স্থানীয় দের চেষ্টায় দুই শ্রমিক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু অপর শ্রমিক কে উদ্ধার করতে দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কে খবর দেন কলকাতা লেদার কম্পলেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিক। দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এসে স্থানীয় দের সহায়তায় জেসিবি দিয়ে মাটি কেটে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আটকে থাকা শ্রমিক কে উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ সুত্রে জানা গিয়েছে,আটকে থাকা শ্রমিক কে মৃত অবস্থায় দমকলের কর্মীরা উদ্ধার করেছে অপরদিকে দুই শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তিন শ্রমিক কোন সেফটি সিকিউরিটি ছাড়াই ড্রেনে কাজ করতে নেমেছিলেন।

লেদার কম্পলেক্সে বারংবার দুর্ঘটনা ঘটলেও মালিক পক্ষ সহ সরকারি সংস্থা গুলি শ্রমিকদের কাজ করার ক্ষেত্রে সেফটি সিকিউরিটির ব্যাপারে উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর