কলকাতার হরিশ পার্কে রমরমিয়ে চলছে বিবেকমেলা ২১

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210122-WA0069

এনবিটিভি ডেস্ক, কলকাতা:

এক টুকরো আনন্দের মিলন ক্ষেত্র বিবেকমেলা ২১ চলছে কলকাতার হরিশ পার্কে। গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৩ শে জানুয়ারি ২০২১ পর্যন্ত। ফুচকা, ভেলপুরি, চাট, মোগলাই, চাইনিজ খাবারের দোকনসহ রকমারী হাতের কাজ, বিভিন্ন রাইডস, ছোটদের প্যাডেল বোট ওয়াটার রাইডস এই মেলায় উপস্থিত। বাচ্চা থেকে বড় সবার জন্য আয়োজন এই মেলার। প্রতিবছর বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। করোনা অতিমারীকে মাথায় রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে বিচিত্রানুষ্ঠান। আজ অর্থাৎ ২১ শে জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী অন্বেষা। সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী সাধন পাণ্ডেকে। এত সতর্কতা মূলক প্রচার সত্বেও মাস্কবিহীন ভাবে ঘুরতে দেখা গেল বহু মানুষকে। এই বিবেক মেলার মঞ্চেও মন্ত্রী সাধন পাণ্ডে সুবিধাবাদী বিজেপির সমালোচনা করতে ছাড়লেন না। সর্বপরি মেলার প্রাঙ্গণ ভোরে উঠেছে উঠতি যুবক যুবতীদের ভীড়ে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর