সকাল ১০টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ১৬.৯১, পশ্চিম মেদিনীপুর ১৭.৩৩, বাঁকুড়া ১৬.০৫ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮.৬৯ শতাংশ ভোট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

81230600

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ওই জেলাগুলির ৩০টি আসনে মোট ২৯.২৭ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ১৬.৯১, পশ্চিম মেদিনীপুর ১৭.৩৩, বাঁকুড়া ১৬.০৫ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮.৬৯ শতাংশ ভোট পড়েছে।

দ্বিতীয় দফায় রাজনৈাতিক মহলের কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম দখলে দ্বৈরথ চলছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী   অধিকারীর। তবে পূর্ব মেদিনীপুরের ওই আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে কেশপুর, ডেবরা, সবং এবং দাসপুরের মতো জায়গাতেও।

পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ালেও বৃহস্পতিবার ওই জেলার বিভিন্ন বুথে ভোটের লাইনে ভিড় চোখে পড়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পড়েছে ১৭.২০ শতাংশ। এ ছাড়া, ওই সময়ের মধ্যে চণ্ডীপুরে ১৮.৪৫ শতাংশ, হলদিয়ায় ১৬.২৫ শতাংশ, মহিষাদলে ১৭.৬৫ শতাংশ, ময়নায় ১৯.৪৬ শতাংশ, নন্দকুমারে ১৪.৫০, পাশকুঁড়া পশ্চিমে ১৪, পাশকুঁড়া পূর্বে ১৬.৯২ এবং তমলুকে ১৮ শতাংশ ভোট পড়েছে।

পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে সকাল ১০টা পর্যন্ত ডেবরায় ১৭.২০ শতাংশ, ঘাটালে ১৯.৭১ শতাংশ, খড়্গপুর সদরে ১৪.২৩ শতাংশ এবং সবংয়ে ১৩ শতাংশ ভোট পড়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর