পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে টাক্স ফোর্স গঠন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200728-WA0050

এনবিটিভি ডেক্স,আসানসোল,পূর্ব বর্ধমান:  মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে একটি টাক্সফোর্স গঠন করা হয়। যাতে বিক্রেতাগণ চড়া দামে পণ্য বিক্রি করতে না পারে। টাক্সফোর্স অফিসারের স্ব-উপস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে বিভিন্ন বাজারের বাজার দর ঊর্ধ্বগামী হচ্ছে তাই সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটেড মার্কেটের পক্ষ থেকে নিয়ামতপুরের বিভিন্ন বাজারে মঙ্গলবার পরিদর্শন করেন। এই অবস্থায় সরকার চুপ করে থাকতে পারে না সেই জন্য জেলার যে টাস্কফোর্স রয়েছে তাদের সহযোগিতায় এদিন বাজার পরিদর্শন করা হয় যাতে বাজার দর নিয়ন্ত্রণের ভেতরে রাখা যায়। বাজার দর বৃদ্ধির বিভিন্ন কারণ রয়েছে কিন্তু যে কারণ গুলি আমরা উপেক্ষা করতে পারব সেইগুলো উপেক্ষা করে আমরা বাজার দর সঠিক করতে পারব। এই অস্বাভাবিক সময়ে যেন কেউ কোনো পণ্য দ্রব্য মজুত না করতে পারে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হয়,এছাড়াও ওজন নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছে রয়েছে। বিভিন্ন জিনিসের ক্যালকুলেট করে দেখছে এই সকল জিনিস যদি সেইরকম না থাকে তাহলে আমরা মেশিন তুলে নিয়ে যাচ্ছি এবং সরকারের আইন অনুযায়ী যা যা পদ্ধতি রয়েছে তারা অবলম্বন করবেন, এছাড়াও সরকার গত শুক্রবার ঘোষণা করেছেন ২৫ টাকার দরে আলু বিক্রি করতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর