চিনের সঙ্গে রেলের চুক্তি বাতিল ভারতের

এনবিটিভি ডেস্ক: চিনের সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলের তরফে বলা হয়েছে, কাজের অগ্রগতি আশানুরূপ না হওয়ায় এদেশের ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশনের সঙ্গে বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইন্সটিটিউট অফ সিগনাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ কর্পোরেশনের চুক্তি বাতিল করা হল।

২০১৬ সালে উত্তরপ্রদেশের মোঘলসরাইয়ে সিগনালিং ও টেলিকমিউনিকেশনের জন্য ৪৭১ কোটি টাকার এই চুক্তি হয়েছিল। বিশ্বব্যাঙ্কের ঋণের অর্থে প্রকল্পটি হওয়ার কথা। কিন্তু গত চারবছরে মাত্রই ২০ শতাংশ কাজ হয়েছে। চুক্তি বাতিলের পক্ষে ভারতের যুক্তি, চিনা কোম্পানি কারিগরি নথিপত্র ও নকশা জমা দেয়নি। তাছাড়া, চিনা ইঞ্জিনিয়ার ও লোকজনের অভাবও রয়েছে। স্থানীয় কারও সঙ্গে চুক্তি না থাকায় কাজেরও অগ্রগতি হয়নি। কেনা যায়নি মালপত্রও।

এর আগে ভারতের তরফে টেলি যোগাযোগমন্ত্রকও জানিয়েছে, ভারতীয় কোম্পানিগুলিকে হুয়েই ও ডেজটিই-র মতো চিনা কোম্পানির ভবিষ্যতে কারবারে যাবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষর পর থেকেই দেশে চিনকে বয়কট করার দাবি উঠেছে। জানা গিয়েছে, চিনের সঙ্গে ইতিমধ্যেই হয়ে যাওয়া চুক্তিগুলি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে না। তবে ৫জি-র ট্রায়ালের ব্যাপারে চিনের সঙ্গে পার্টনারশিপ আটকে যেতে পারে। বিএসএনএলকে বলা হয়েছে, ৪জি নেটওয়ার্কের ক্ষেত্রে তারা যেন চিনা যন্ত্রাংশের ব্যবহার না করে।

Latest articles

Related articles