আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক:
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্যের লন্ডন। গত শনিবার (১৩ জুন) জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের অংশ হিসেবে লন্ডনের রাস্তায় নামে কয়েক হাজার মানুষ।
সেদিন কট্টর ডানপন্থী সংগঠনের উদ্যোগে আবার পাল্টা বিক্ষোভ বের বরা করা হয়। বিক্ষোভের কারণে ওয়েস্টমিনিস্টারসহ লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সে সময় কট্টরপন্থী বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বাঁধা দেয়। পুলিশ টিয়ার গ্যাস ব্যাবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। এর পূর্বের সপ্তাহে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করে।