মালদার বুলবুলচন্ডীতে বসানো হল স্যানিটাইজার মেসিন : করোনা

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি:
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের বসানো হলো স্যানিটাইজার মেশিন। যে ভাবে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে সে দিকে নজর রেখে বুলবুলচন্ডী অঞ্চলের প্রবেশ পথে বসানো হয় এই স্যানিটাইজার মেশিন।

এবিষয়ে বুলবুলচন্ডী অঞ্চলের প্রধান রাজীব ডাগা বলেন, যে ভাবে করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে তাই পঞ্চায়েত অফিসে ঢোকার মুখে এই মেশিন বসানো হয় কারন এই অঞ্চলে বিভিন্ন জায়গায় থেকে মানুষ বিভিন্ন কাজে আসছেন কার শরীরে কি আছে তা বোঝা যাচ্ছে না তাই অঞ্চলে প্রবেশ পথে এই মেশিনের দ্বারা তার ডারা শরীরে স্যানিটাইজার হয়ে যাওয়ার পরে অঞ্চল অফিসে ঢোকা হছে। এই উদ্যোগকে বুলবুলচন্ডী অঞ্চলের বাসিন্দারা সাধুবাদ জানাচ্ছেন।

Latest articles

Related articles