অধ্যাপক মনিরুজ্জামান সাহেবের মৃত্যু মাদ্রাসা শিক্ষা মহলে বড় শূন্যতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-05-16 at 3.07.45 PM

আলিয়া মাদ্রাসা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনিরুজ্জামান সাহেবের মৃত্যুর সংবাদে মাদ্রাসা শিক্ষা জগতে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রদের প্রতি তাঁর অকৃত্তিম ভালোবাসা হাজার হাজার মাদ্রাসা পড়ুয়ার মনের মধ্যে তিনি শ্রোদ্ধার স্থান দখল করে রেখেছিলেন। মাদ্রাসা ছাত্র আন্দোলনে নানা বাঁধা ও প্রতিবন্ধকতার সময়ে আমাদের সুপরামর্শ দিয়েছেন, সাহস যুগিয়েছেন। অতি বিপদের সময়ে পাশে থেকেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। আমার হৃদয় ভারাক্রান্ত।

মনিরুজ্জামান সাহেব এক অসাধারণ ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। সাহসী মানুষ হিসাবে তিনি সর্বদা ছাত্রদের শির দাঁড়া সোজা করে চলার পরামর্শ দিতেন। সব আন্দোলন ও ভালো কাজে তিনি ছাত্রদের সাহস যোগাতেন, পাশে থাকতেন। তোষামোদী ও স্বার্থানেষী মানুষদের থেকে তিনি বরাবর দূরে থাকতেন। মালদা জেলার অভিজাত পরিবারের সন্তান মনিরুজ্জামান সাহেব ছিলেন রুচিশীল মানুষ। স্বাধীনত্ত্বোর বাংলায় পিতা সাঈদ মিঞা কংগ্রেসের বিধায়ক ছিলেন। কিন্তু বিধায়ক পুত্র মনিরুজ্জামান সাহেব কংগ্রেসের নরম পন্থা নীতিকে পছন্দ করতেন না। চাকরি জীবনের শুরু থেকেই মাদ্রাসা ছাত্র আন্দোলনের অভিভাবক হিসাবে পরিচিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর