খোরশেদ মাহমুদ
টেকনাফ, প্রতিনিধি, এনবিটিনিউজ।
১৭৫৭ সালের এইদিনে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ সংঘটিত হয়েছিল। বর্তমান ভারতের ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে নবাবের বাহিনীতে ৫০০০০ সৈন্য থাকাসত্বেও ইংরেজদের মুষ্টিমেয় সৈন্যের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। নবাবের প্রধান সেনাপতি মীরজাফর গোপনে ইংরেজদের সাথে আঁতাত করে যুদ্ধক্ষেত্রে পুতুলের মত দাঁড়িয়ে রইলেন। তিনি নবাবের বাহিনীকে যুদ্ধ করতে আদেশ দেননি। এদিকে ইংরেজরা অতর্কিত আক্রমন করে নবাবের বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। অবস্থা বেগতিক দেখে নবাব রণক্ষেত্র হতে পলায়ন করে মুর্শিদাবাদে ধৃত হলেন। পরে মীরমিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে নির্মমভাবে নিহত হন। পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পর বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দু’শত বৎসরের জন্য অস্তমিত হয়ে যায়। আজ পলাশী দিবসে নবাব ও নবাব পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।