জীবন সংগ্রামের লড়াই করে ঘুরে দাঁড়ানোর পথে ১৩ বছরে বালক

গোলাম হাবিব,এনবিটিভি,মালদা: লড়াই করে বেঁচে থাকার নাম জীবন।বেঁচে থাকার জন্য তার লড়াই খুব একটা সহজ নয়, জীবন সংগ্রামের সাথে লড়াই করেই দিন কাটছে এক ১৩ বছর বয়সের বালকের।

মালদা জেলার বৈষ্ণবনগর থানার শুক পাড়া এলাকায় বাড়ি নাম দীপঙ্কর সাহা(১৩) ষষ্ঠম শ্রেনীর ছাত্র। বাবা সঞ্জয় সাহা(৫০) পরিবারে রয়েছেন বাবা- মা সহ তিন ভাই। দীপঙ্কর বাড়ির বড় ছেলে।বাড়ি বলতে একটি মাত্র ঘর সেই ঘরে তার অসুস্থ বাবা ও মা ভাই সকলে মিলে এক সাথে থাকে । বাবা অসুস্থ ,কথা বলতে পারেন না,বিছানা পরে রয়েছেন। দীপঙ্করের মায়ের ছোট ছোট বাচ্চাদের নিয়ে সংসার চালাতে অচল অবস্থা। মায়ের কষ্ট দেখে পুরো সংসারের দায় ভার নিয়েছে ছোট্ট দীপঙ্কর । সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ফেরির কাজে।

Latest articles

Related articles