এনবি টিভি জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান : সারা দেশ জুড়ে এখন পঞ্চমদফায় লক ডাউন চলছে আর তার পাশাপাশি আমাদের রাজ্যেও লক ডাউন চলছে।এর ফলে সাধারন মানুষ থেকে দিন আনা দিন খাওয়া গরিব মানুষ খুবই অসহায় ও কষ্টের মধ্যে দিন কাটাছেন । তার মধ্যেই বহু পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরে আসছে। আর এরমধ্যে
সমাজের বিভিন্ন স্তরের মানুষের অর্থ এর সাহায্যে পুর্ব বর্ধমান শহরে অবস্থিত মা মাটি মানুষ সেবা প্রতিষ্ঠান এর পক্ষ হইতে সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি ও বর্ধামান জেলা তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক আব্দুল রবের নেতৃত্বে বর্ধমান শহরে বাদাম তলা, রসিক পুর, হসপিটাল পাড়া সহ বিভিন্ন স্থানে 500 জন গরিব পরিবারের সদস্যদের মধ্যে খাবার পৌঁছে দেন। তারা সামাজিক দূরত্ব বজায় রেখেই সবাই কাজ করেন। ই মা মাটি সেবা প্রতিষ্ঠান লক ডাউন এর মধ্যে প্রায় দিন ই বর্ধমান শহরে অবস্থিত বিভিন্ন স্থানে খাবার গরিব মানুষ দের খাবার বিতরন করেছেন। আর লক ডাউন পরিস্থিতিতেও তারা বহু মানুষের সাহায্য করেন ।আজ রসিকপুর বাদমতলার এইসব জায়গায় গরিব অসহায় মানুষদের খাবার দিয়ে তারা ফের সাহায্য করেন ।খাবার এর মেনু ছিল ভাত, ডিমের কারী আলু পটল তরকারি, ডাল। এই
সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সেক্রেটারি জেলা তৃণমূল কংগ্রেস এর সাধারন সম্পাদক আব্দুল রবও এগিয়ে আসেন। এছাড়াও এদিন এই অনুষ্ঠানএ উপস্থিত ছিলেন মাননীয় বর্ধমান পৌরসভার বিদায়ী MCIC খোকন দাস, পিরু দত্ত, আরও অনেকে।
বর্ধমান শহরে অবস্থিত মা মাটি মানুষ সেবা প্রতিষ্ঠান সংস্থা হসপিটাল পাড়ার 500জন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন
Related articles