উত্তরপ্রদেশে ২৫০ বছরের পুরোনো একটি মসজিদে আজান দেওয়ায় এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত উমর কুরেশি জালালাবাদের বাসিন্দা।
গৌসগড়ের গ্রাম প্রধানের প্রতিনিধি নীরজ কুমারের অভিযোগের পর তার বিরুদ্ধে আইপিসি ধারা ৫০৫ (শত্রুতা প্রচার) এবং আইটি আইনের অধীনে মামলা দায়ের করা হয়।
ওই স্থানে থাকা ধ্বংসাবশেষকে মুসলিমরা মুঘল যুগের মুসলিম দাবি করে আসলেও হিন্দুদের দাবি এখানে মানহর রাজাদের মন্দির ছিল।
১৯৪০ সালে তৎকালীন জেলার শাসক ও জাসমৌর রিয়াসাতের মহারাজাদের চুক্তি অনুসারে এই ধ্বংস্তস্তূপটি হিন্দুরা ধ্বংস করবে না বলে উল্লেখ করে। মুসলিমরাও প্রার্থনা করবেনা উল্লেখ করে সেই চুক্তিতে।