সিকিমে প্রবল বৃষ্টি-বন্যা-ভূমিধসে মৃত ১০, আটকা ২৪০০ পর্যটক

সিকিমে টানা বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সিকিমে আটকা পড়েছেন অন্তত
২ হাজার ৪০০ পর্যটক। সিকিম সীমান্তবর্তী নেপালেও অতি বৃষ্টিরর পর ভূমিধসে তাপ্লেজুং জেলায়  এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে গ্যাংটক থেকে ১০০ কিলোমিটার উত্তরের মাঙ্গন জেলায় অনেক স্থানেই ভূমিধস হয়েছে।

মঙ্গনের জেলাশাসক হেম কুমার ছেত্রী জানিয়েছেন, ৩৬ ঘণ্টা ধরে মঙ্গনে বৃষ্টি হওয়ার কারণে ভূমিধসে জেলাটি  কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।।

উল্লেখ্য গতবছর বন্যায় ভেঙে যাওয়া বেইলি সেতুটি সংস্কার করা হলেও ধস নেমে সেটি আবারও ভেঙ্গে গেছে। ধস নেমে বন্ধ হয়ে গেছে বহু রাস্তা। বহু বাড়ি ভেঙে গেছে।  বৃষ্টিতে প্রায় ৫০টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব বাড়ির বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য গত বছর সিকিমে হিমালয়ের একটি হিমবাহ ফেটে বন্যায় কমপক্ষে ১৭৯ জনের মৃত্যু হয়।

Latest articles

Related articles