এনবিটিভি, ওয়েব ডেস্ক: বুধবার সকালে কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের গেটে বসে পড়েন ২০১৬ সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় কেউ নিয়োগে জটিলতার প্রসঙ্গ তুলছেনা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কান্নায় ভেঙে পড়েন চাকরী প্রার্থীরা।
বিক্ষোভকারীদের হঠাতে ময়দানে নামে পুলিশ। প্রথমে ৫ মিনিটের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা মানতে রাজি হয়নি বিক্ষোভকারীরা। তাঁদের কথায়, “আমাদের এখানে থাকার কথা ছিল না। আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু ৯০০ দিন ধরে বিক্ষোভে রাস্তায় আমরা। আমাদের কথা কেউ ভাবছে না।” এরপরই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করে পুলিশ। বাধা দেন শংকর ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়েদেন, মহিলা পুলিশ ছাড়া মহিলাদের তোলা যাবে না। এরপরই একটি বাস আনা হয়। বিক্ষুদ্ধদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।