এনবিটিভি ডেস্ক: কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চবকা সংলগ্ন জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর আগুন এর মতো ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দা মৃতদেহ সনাক্ত করে৷ মৃত ব্যক্তি সীতারামপুর ভাডরা গ্রামের বাসিন্দা রাজা রাম বাউড়ি বয়েস ২৬।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবার ও এলাকাবাসীর দাবি রাজারাম বউড়িকে ওরই বন্ধু সিতারামপুরের বাসিন্দা এক যুবক বিগত রাতে মেরে তাকে ওই জঙ্গলের গাছে ঝুলিয়ে দিয়েছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় এবং পুলিশকে মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয়।