এনবিটিভি ডেস্ক, পাথারকান্দি , জামিল হোসেন: পাথারকান্দির কাবাড়িবন্দ জিপির বাড়ুয়াইল গ্রামের দিন মজুর আব্বাস হোসেনের ঘরে বুধবার রাত আটটা নাগাদ হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে টিনের ঘরে আগুন লেগে যায়। তথক্ষনাৎ ঘর থেকে বেরিয়ে হাল্লাচিৎকার শুরুকরেন পরিবারের সদস্যরা। তাদের চিৎকার ও আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি। মূহূর্তে সারাঘর ভস্মীভূত হয়ে যায়। ঘর থেকে কোনও একটি বস্তুও উদ্ধার করতে পারেননি পরিবারের লোকেরা। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আব্বাস হোসেন জানান, বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বহারা হয়েছেন তারা। ঘরের যাবতী আসবাব পত্র, ছাগল, মোরগ, হাস সবকিছু আগুনে পুড়ে ছাই হয়েগেছে। পুড়েগেছে এনআরসি, ভোটার আইকার্ড, জমিনের কাগজপত্র সহ তার ছোট ভাই কামাল হোসেনের ইন্টারন্যাশনাল পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, সন্তানদের জন্মের সার্টিফিকেট। তাছাড়া ঘরের ভাড়ারে থাকা প্রচুর ধান ও কাপড় চোপড়ও পুড়ে গেছে। আব্বাস হোসেন আরও জানান -ছোট ভাই জামাল হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে চেন্নাই নিয়ে যাওয়ার জন্য এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে চার লক্ষ টাকা ধার করে তা ঘরে এনে রেখেছিলেন। সেই টাকাগুলো আগুনে পুড়ে ছাই হয়েগেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা।
এদিকে সর্বহারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতায় এগিয়ে এলেন গ্রামের লোকজন। গ্রামবাসীরা চাল, ডাল, কাপড়-চোপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকী গ্রামবাসীর পক্ষ থেকে আপাতত একটি ঘর তৈরি করে দিচ্ছেন। তবে বিভিন্ন সমাজকর্মীরা ওই ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন। পরিদর্শন করেছেন প্রাক্তন ছাত্র নেতা ফারুক আহমদও। এদিকে আগুনে পুড়ে যাওয়া সংক্রান্ত এক এজাহার বৃহস্পতিবার পাথারকান্দি থানায় দায়ের করেন ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আব্বাস হোসেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।