পাথারকান্দি, জামিল হোসেন,০৩অক্টোবর:
জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম জয়ন্তী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করল সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর। এ উপলক্ষে শুক্রবার করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী কাঠালতলিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোশাররফ হোসেনের পৌরোহিত্যে আয়োজিত সভার শুরুতেই জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আমসুর কর্মকর্তারা। পরে জাতীরজনক মহাত্মা গান্ধীর জীবনাদর্শের ওপর দীর্ঘ আলোকপাত করেন বিশিষ্ঠ ব্যক্তিগন। পাশাপাশি এদিনের সভায় সাংগঠনিক অগ্রগতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেই সঙ্গে নেশা মুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সভায় দেশের পরিস্থিতির ওপর বেশ আলোকপাত করা হয় । এদিকে সভা শেষে আমসুর পক্ষ থেকে কাঠালতলি বাজারে প্রদান করা তিনটি উন্নতমানের ডাস্টবিন,এবং এই ডাস্টবিনগুলোকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনও করা হয়। আমসুর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত জনতা। ডাস্টবিন উদ্বোধনের পর অবৈধ মদ, গাজা, ড্রাগস ইত্যাদি নেশা সামগ্রীর বিরুদ্ধে এক বিশাল বাইক রেলি বার করা হয়। হাতে নেশা বিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রায় শতাধিক যুবক এই রেলিতে সেচ্ছায় অংশ নেন এবং আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন যুবকরা। কাঠালতলি এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমার পাশাপাশি বিভিন্ন স্থানে পথ সভাও করা হয়। এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন আমসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজি সাদিক আক্তার,গৌহাটি হাইকোর্টের আইনজীবী আবুতাহের মোহাম্মদ হোসেন,
বিশিষ্ট সাংবাদিক আছহাব উদ্দিন তালুকদার, বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম বাহার,বিশিষ্ট শিক্ষাবিদ জৈন উদ্দিন আহমদ, জেলা আমসুর উপদেষ্টা শিক্ষক সুফিয়ান আহমেদ, জেলা আমসুর সাধারণ সম্পাদক