বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ; অ্যাম্বুলেন্স আটকে রাস্তায় বসে পারে বিজেপি কর্মীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আটকে যাওয়া এম্বুলেন্সের রাস্তা করে দিচ্ছেন পুলিশ
আটকে যাওয়া এম্বুলেন্সের রাস্তা করে দিচ্ছেন পুলিশ
আটকে যাওয়া এম্বুলেন্সের রাস্তা করে দিচ্ছেন পুলিশ

নিজস্ব সংবাদদাতা:  বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে বৃহস্পতিবার দুপুরে কার্যত স্তব্ধ হয়ে গেল কলকাতার বেশ কিছুটা এরিয়া পুলিশ। বিজেপি সমর্থকদের আটকাতে পুলিশ বিভিন্ন পথে ব্যারিকেড বসাই। ফলে বিজেপি কর্মীরা সাধারণ যানবাহনের পাশাপাশি বহু অ্যাম্বুল্যান্সও আটকে দিয়ে রাস্তায় বসে পড়ে। মুমূর্ষু রোগীদের নিয়ে আতান্তরে পরিজনেরা।

বিজেপি সমর্থকদের আটকাতে এদিন সকাল থেকেই নবান্নমুখী প্রতিটি রাস্তায় ব্যারিকেড বসায় পুলিশ। ফলে আটকে পড়ে যানবাহন। বেলা গড়াতে বিজেপি সমর্থকেরা পথে নামার পরে ক়ড়াকড়ি আরও জোরদার হয়। ফলে হাওড়া ও কলকাতার যোগাযোগ কার্যত কিছুক্ষণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড়বাজার, পোস্তা, স্ট্যান্ড রোড-সহ মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় দেখা যায় নিশ্চল গাড়ির সারি।

একই দৃশ্য ছিল হাওড়া ব্রিজের (রবীন্দ্র সেতু) উপরেও। ব্যারিকেড, টিয়ার গ্যাস, জলকামান-সহ সেখানে প্রায় ৫০০ পুলিশের বাহিনী মোতায়েন ছিল। ছিল দমকলও। সাধারণ যানবাহনের পক্ষে ব্যারিকেড পেরিয়ে হাওড়া-কলকাতা যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। ট্যাক্সি বা বাসে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কখন, কোন পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে তা বুঝতে পারছিলেন না চালকেরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর