জামিরা সমবায় সমিতিতে লাগাম ছাড়া দুর্নীতি; দুই মাস ধরে খাদ্য সুরক্ষার রেশন থেকে বঞ্চিত মানুষ

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): দক্ষিণ হাইলাকান্দি জামিরা সমবায় সমিতিতে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ৷ রহিমা বিবি মজুমদার নামের খাদ্য সুরক্ষা যোজনার কার্ডে পরিবারের চারজনের নাম অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও হতদরিদ্র এই পরিবারটি দুই মাস ধরে সরকারের রেশন থেকে বঞ্চিত এ বিষয়ে সমবায় সমিতির ডিলার এর বিরুদ্ধে অনেকবার অভিযোগ হলেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ৷ অবশেষে নিরুপায় হয়ে হতদরিদ্র পরিবারটি জামিরা থানায় মামলা দায়ের করতে বাধ্য হয়৷ কিন্তু গত ৪ঠা অক্টোবর তারিখে মামলা করার পরেও পুলিশের ভূমিকা রহস্যজনক হতদরিদ্র পরিবারটি করোনা মহামারীতে অসহায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়েও কোন ন্যায় বিচার পাচ্ছে না৷ এদিকে এ ঘটনাটির খবর আসুর আঞ্চলিক কমিটির সভাপতি বিলাল আহমদ এর কানে পৌঁছার পর তিনি হাইলাকান্দি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিসত্বর এ বিষয়ে আইনত ব্যবস্থা না নেওয়া হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বৃহৎ আকারের আন্দোলন গড়ে তোলা হবে।

Latest articles

Related articles