মালদা ৩৪ নং জাতীয় সড়কের সংস্কারের দাবিতে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করিকে

এনবিটিভি ডেস্ক, মালদা: পুজোর মরশুমে বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক। সমস্যায় শিল্পোদ্যোগী ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। এমত অবস্থায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কথা জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় এন এইচ মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লিখল ওয়েস্টবেঙ্গল এক্সপোটার্স কমিটি। এই কমিটির সাধারণ সম্পাদক উজ্জল সাহা জানান, দীর্ঘদিন ধরে বেহাল মালদা ৩৪ নম্বর জাতীয় সড়ক। বড় বড় খানা খন্দে ভরে গেছে গোটা সড়ক। পুজোর মরশুমে বেহাল দশা জাতীয় সড়কের। পণ্যবাহী গাড়ি রাস্তা খারাপের জন্য চলতে পারছে না বন্ধ হয়ে গেছে। আমাদের জেলার রাস্তা ব্যবহার করে উত্তরবঙ্গের ল্যান্ড পোস্ট দিয়ে যে ব্যবসা হয় তা ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় এনএইচ মন্ত্রী নীতিন গরকরিকে চিঠি লিখেছেন কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি।

Latest articles

Related articles