মমতার জয়ে খুশী শোভন-বৈশাখী,ফিরছেন নাকি ঘাসফুলে

একুশের ভোটে জয়লাভের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে, তাহলে কি তৃণমূলে ফেরার সুর তুলছে শোভন – বৈশাখী?

তৃণমূলের জয়ে রীতিমতো খুশী বৈশাখী বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ও শোভনবাবুর পক্ষ থেকে অনেক অভিনন্দন । উনি সুশাসক।ওনার কাছে আমি কৃতজ্ঞ ।”

তৃণমূলে ফেরা প্রসঙ্গে বৈশাখী বলেছেন, “রাজনীতি সম্ভাবনার শিল্প। আগামীদিনে কী করতে চলেছি, তা সকলেই জানতে পারবেন। শোভনবাবুই একমাত্র নেতা, যিনি তৃণমূল ছাড়ার পরদিনই বিজেপিতে যোগ দেননি।
দল ছেড়েছিলেন আদর্শ-নীতির ভিত্তিতে । বিজেপিকে বেছেছিলেন, কিন্তু সুষ্ঠ কাজ করার পরিবেশ পাননি, তাই সরে এসেছেন। শোভনবাবু সিদ্ধান্ত নেন আদর্শ আর নীতির ভিত্তিতে। তিনি আবেগের মানুষ। শোভনবাবু যা সিদ্ধান্ত নেবেন, তাকে সমর্থন করবো। মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছি না”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বৈশাখী বলেন, “ওনার কাছে আমরা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ । শোভনবাবু মন্ত্রী পদ ছাড়ার পর, বিজেপিতে যোগ দেওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যও মনে করেননি শোভনের নিরাপত্তা তুলে নেবেন।”

নন্দীগ্রাম প্রসঙ্গে বৈশাখী বক্তব্য, “গণনায় ম্যানিপুলেশন হয়েছে। ওরা আদালতে যাবে বলেছে। আদালতের রায় ঘোষণার আগে নন্দীগ্রামের ফলাফলকে মানছি না।”

Latest articles

Related articles