এনবিটিভি ডেস্কঃ পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। এই সম্মাননা ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে, কিন্তু পদ্মশ্রীর আগে। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
চলতি বছরে পদ্মভূষণ পুরস্কারের নামের তালিকাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রবীণ সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় উঠে আসে। তবে এই সম্মান গ্রহণ করেবেন না তাঁরা সূত্রের খবর।
কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সামাজিক এবং জনসেবামূলক ক্ষেত্রে অবদানের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা জানানো হয়েছিল৷
পুরস্কার ফেরানো নিয়ে বিবৃতি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’
কিন্তু নরেন্দ্র মোদি সরকারের থেকে বুদ্ধবাবু এই সম্মান গ্রহণ করবেন কি না, তা নিয়ে শুরু থেকেই সংশয় তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
এদিকে দক্ষিণ কলকাতার বিজেপি আইটি সেলের এক কর্মকর্তা পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যানের ব্যাপারে টুইটে লেখেন, “পদ্মভূষণ সম্মানীয় পুরস্কার বিজেপি বা কোন রাজনৈতিক দল দেয় না, এই সম্মান কেন্দ্রীয় সরকার দেয় মানে ভারতীয় সরকার! কিছু লোকের আছে যারা সব বিষয়ে রাজনীতি করার অভ্যেস ! এরা দেশের কোনো রকম সম্মানীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয় ! এটা যদি বুঝত তাহলে সম্মানীয় পুরস্কার ফেরত দিতেন না !”