শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড় যাওয়ার পথে নওশাদ সিদ্দিকিকে আটকে দেয় পুলিশ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড় যাওয়ার পথে হাতিশালায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আটকে দেয় পুলিশ। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি রয়েছে এলাকায় আর সেই কারণেই প্রবেশের অনুমতি দেওয়া যাবেনা আর এতেই ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকি।

তিনি বলেন, “আমাকে পরিষেবা দিতে বাধা দেওয়া হচ্ছে। অনৈতিকভাবে আমাকে আটকে দেওয়া হচ্ছে। সবাই যেতে পারছে শুধু বিধায়ককে এলাকায় যেতে দেওয়া হচ্ছেনা, এটা কোনওভাবে মেনে নেওয়া হবেনা। কিছুক্ষন গাড়িতে থাকার পর, গাড়ি থেকে নেমে সরাসরি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে বলেন, “আমি যাবই। প্রয়োজনে হেঁটে যাব।”

Latest articles

Related articles