‘‘থানাগুলো সব তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে”: শুভেন্দু অধিকারী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট, জয়নগর এবং কুলতলি এলাকায় যান শুভেন্দু। ভোটের পর জায়গায় জায়গায় ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় প্রশাসনকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা, বিডিও এবং পুলিশ ভোট লুঠ করেছে।’’

এরপর ‘ভোট পরবর্তী হিংসায়’ আক্রান্ত কুলতলির বিজেপি কর্মী সন্ধ্যারানি সর্দারের সঙ্গে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা। শাসকদলের অঙ্গুলিহেলনে পুলিশ চলছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘থানাগুলো সব তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে। এখন পশ্চিমবঙ্গ পুলিশ নয়, মমতা পুলিশ হয়ে গিয়েছে। থানাগুলোকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পাহারা দিতে হচ্ছে।’’ প্রশাসনের উপর ‘চাপ বাড়াতে’ কুলতলির মৈপীঠে আগামী দু-চার দিনের মধ্যে আবার কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু। ‘আক্রান্ত কর্মীদের’ পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘‘এখানে আসতে একটু সময় লাগলেও আমি পাশে আছি।’’

Latest articles

Related articles