এনবিটিভি, ওয়েব ডেস্ক: এনডিএতে যোগদানের সব সম্ভাবনা খারিজ করে দিলো জনতা দল সেকুলার। ‘না এনডিএ, না ইন্ডিয়া, আসন্ন লোকসভা নির্বাচনে কোনও শিবিরেই যোগ দেবেনা। লোকসভায় একাই লড়বে।” স্পষ্ট জানালো তারা।
আসলে জেডিএসের ভোট ব্যাংকের একটা বড় অংশ মুসলিম। তাই সরসরি জোটে গেলে হিতে বিপরীত হতে পারে। সেটা ভালমতোই বুঝেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ দেবেগৌড়া। সেকারণেই তিনি একলা চলো নীতি নিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন,”পাঁচটা, ছ’টা, একটা দুটো, যাই আসন পাই, একাই লড়াই করব। আর সেই সেই আসনেই প্রার্থী দেব যেখানে আমরা শক্তিশালী।”