মণিপুরে হিংসার প্রতিবাদ জানাতে অধিবেশনে কালো পোশাক বিরোধী সাংসদদের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুরে হিংসার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবারের অধিবেশনে কালো পোশাক পরলেন ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত প্রত্যেক সাংসদ। বৃহস্পতিবারও বেলা দু’টো পর্যন্ত স্থগিত রাখা হয় দুই কক্ষের অধিবেশন।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য “মণিপুরের সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চলছে। কিন্তু সমস্ত বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী চুপ। তাই মণিপুরের জনতার পাশে দাঁড়িয়ে প্রতিবাদের ভাষা হিসাবেই ইন্ডিয়া জোটের সাংসদরা কালো পোশাক পরে অধিবেশনে এসেছেন।”

এদিন সংসদে বিদেশমন্ত্রী এস জয়শংকরের বিদেশনীতি প্রসঙ্গে ৩০ মিনিট ধরে বিবৃতির তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইট করে তিনি বলেন, “আজকে সংসদে নরেন্দ্র মোদির মন্ত্রী বিদেশনীতি প্রসঙ্গে ৩০ মিনিট ধরে বিবৃতি পড়ে গেলেন। তাতেই বোঝা যায়, সরকারের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ। মণিপুরের দুর্গত মানুষের চেয়েও মোদির কাছে পর্যটন অনেক বেশি গুরুত্বপূর্ণ।” 

Latest articles

Related articles