বিধানসভা অধিবেশন: মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ এবং ওয়াকআউট বিজেপির

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে কারচুপি প্রসঙ্গ তলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ভাষণের মাঝেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ওয়াকআউট করেন

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ”তৃণমূল গণতন্ত্র মানে না। অবাধে ভোট লুট করে জিতেছে। এই ভোট লুটের বদলা নেবে মানুষ। আমি তৃণমূলকে আজ বলেছি, ২০১৮ সালের ভোটে এমন চাপ দিয়েছিল বলে উনিশে এত জায়গায় হার হয়েছে তৃণমূলের। আর বিজেপি উঠে এসেছে। বিধানসভার প্রতি দায়বদ্ধতা নেই শাসকদলের। বিরোধীরা আলোচনা চায়, শাসকদল এড়িয়ে যায়। তবু আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মনোজ টিগ্গার নেতৃত্বে আমরা মুলতুবি প্রস্তাব আনি। অধ্যক্ষকে ধন্যবাদ, তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করে আলোচনার কথা বলেছেন।”

পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ”জেলা পরিষদে নন্দীগ্রামে ১০ হাজারের বেশি ভোটে শুভেন্দু হেরেছেন, সারা রাজ্য জানে তা। সেই মানসিক অবসাদ, হতাশা মেটাতে বারবার বিধানসভার অধিবেশনকে ডিসটার্ব করছেন।”

Latest articles

Related articles