“অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশন থেকে করম পুজো ও শবেবারাতে রাজ্যে ছুটি” একাধিক ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: “অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশন থেকে করম পুজো ও শবেবারাতে রাজ্যে ছুটি” রাজ্যবাসীদের জন্য একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

করম পুজো এবং শববরাতে ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। তাহলে কাজ হবে কবে? আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি।”

অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশন নিয়ে তিনি বলেন, “এইসব মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সরকারের অনেক সুযোগ সুবিধা পায় না। এটার জন্য‌ই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমরা একটা কমিটি তৈরি করছি।”

Latest articles

Related articles