এনবিটিভি, ওয়েব ডেস্ক: জ্ঞানবাপী চত্বরে হিন্দু মন্দিরের যা কিছু নিদর্শন রয়েছে, সেগুলি ধ্বংস করে দেওয়া হতে পারে। তাই অবিলম্বে জ্ঞানবাপীর উপযুক্ত নিরাপত্তা মোতায়েন করতে হবে। এই অভিযোগ তুলে বুধবার নতুন করে মামলা দায়ের করলেন রাখি সিং নামে এক অভিযোগকারিনী।
তিনি জানিয়েছেন জ্ঞানবাপীতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তা না হলে মসজিদের অন্দরে মন্দিরের চিহ্ন মুছে ফেলার চেষ্টা হবে।
যদিও মসজিদ কমিটির তরফে বলা হয়েছে, এই দাবি একেবারে ভিত্তিহীন। আইনি পথেই এই অভিযোগের মোকাবিলা করবে মসজিদ কমিটি। আগামী শুক্রবারই এই মামলার শুনানি হবে বারাণসী জেলা আদালতে।