নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
চার বছর আগে ১৫ ডিসেম্বর (২০১৯) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল করেন সিএএ-র বিরোধিতা করে। এরপরই সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপরে চড়াও হয় পুলিশ। পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রায় ১০০ জনকে আটক করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখার পাশাপাশি সে সময় পুলিশি হামলা ও আহতদের ছবি তুলে ধরে।
বিক্ষোভে ফ্রাটেনিটি মুভমেন্ট, এআইএসএ, এআইআরএসও, এমএসএফ, ডিআএসএসসি, এসএফআই, এএফডি, এআইএসএফ, সিআরজেডি, জিআওম ও এসআইও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের ফিলিস্তিনের পক্ষেও স্লোগান দিতে দেখা যায়।
সে সময় জামিয়া মিলিয়াতে হামলায় ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তখন অবশ্য পুলিশ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা অস্বীকার করে।পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, পুলিশের আড়ালে স্থানীয় দুষ্কৃতরা পরিবেশ অশান্ত করতে এ হামলা চালিয়েছে।