ভারতের তালেবানীকরণ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা।
ইসলামিক সেমিনারি, দারুল উলূম দেওবন্দ, ‘গাজওয়া-ই-হিন্দ’ অনুমোদনের ফতোয়া জারি করার পর তিনি এই মন্তব্য করেন।
তিনি, গাজওয়া-ই-হিন্দকে অনুমোদন করা দারুল উলূমের ফতোয়া সংবিধান বিরোধী এবং পাকিস্তানপন্থী। দারুল উলূম ভারতের সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে বিশ্বাস করে না। দারুল উলূম পাকিস্তানের ভাষায় কথা বলছে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর) সাহারানপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারকে একটি নোটিশ জারি করেছে।
এনসিপিসিআর এর অভিযোগ, দারুল উলূম, দেওবন্দ মাদ্রাসায় শিশুদের ভারত বিরোধী শিক্ষা দিচ্ছে।ইসলামিক মৌলবাদের প্রচার করছে।