প্যারোলে ১০ দিনের জন্যে মুক্তি পেলেন বিলকিস বানো ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি রমেশ চন্দনা।
ভাগ্নের বিয়েতে অংশগ্রহণের জন্যে গুজরাট হাইকোর্ট তাকে আগামী ৫ মার্চ থেকে ১০ দিনের জন্যে প্যারোল মঞ্জুর করে।
এর আগে গত মাসের ২১ জানুয়ারি ধর্ষণ মামলায় অভিযুক্তরা গোধরা সাব-জেলে গিয়ে আত্মসমর্পণ করেন।
রমেশ বিলকিন বানো ধর্ষণ মামলায় দ্বিতীয় অভিযুক্ত। তার আগে প্রদীপ মোধিয়ার নামে আরেক আসামিও ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলে মুক্তি পেয়েছিলেন।