‘কর্নাটক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থা বিল’ পাশ করাতে গিয়ে হোচট খেলো কর্নাটকের কংগ্রেস সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আইনসভায় বিলটি পাশ করিয়ে কর বসাতে চেয়েছিলেন। বিধানসভায় বিলটি পাশ হলেও বিজেপি-জেডিএস জোটের বাধায় আইনসভার উচ্চকক্ষ বিলটি পাস করানো যায়নি।
কর্নাটক সরকারের পাস করানো বিলে বলা হয়েছে, বছরে ১ কোটি টাকার বেশি অনুদান পাওয়া মন্দির এবং অন্য হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে ১০ শতাংশ হারে কর দিতে হবে। ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে করের হার ৫ শতাংশ।
এই বিলটি সম্পর্কে জানাজানি হওয়ার পরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। কংগ্রেস সরকারকে হিন্দু বিরোধী বলে তোপ দাগায় বিরোধী দল বিজেপি।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র তথা রাজ্য বিজেপির সভাপতি বিজয়েন্দ্র বর্তমান কংগ্রেস সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।