কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি কয়েকদিনের জন্যে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষক নেতারা। আন্দোলন স্থগিত হলেও তারা দিল্লী সীমান্ত এলাকাতেই অবস্থান করবেন।ৎ
এর আগে এই কর্মসূচী ঘিরে রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিংহ পান্ধব বলেন, ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত করা হচ্ছে।আমরা সীমানা ছাড়ব না।
‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত হলেও নতুন রুপে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কৃষকেরা। কৃষকেরা রবিবার মোমবাতি মিছিল করবেণ। সোমবার কৃষকেরা তাদের সমস্যা নিয়ে সেমিনারের আয়োজন করবেন। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা নিজেদের বৈঠকের মাধ্যমেই ঠিক করবেন পরবর্তী কর্মসূচী কি হবে।