কৃষকদের ট্র্যাক্টর মিছিলেন দিল্লি-নয়ডা সীমানা অবরুদ্ধ

কয়েকদিনের জন্যে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত হলেও আন্দোলন অব্যহত রেখেছেন কৃষকেরা।

সোমবার তারা আন্দোলনের অংশ হিসেবে উত্তরপ্রদেশের একাধিক জেলায় ‘ট্র্যাক্টর মিছিল’ করেন। পরে ট্রাক্টরগুলি দাঁড় করিয়ে রেখে রাস্তা অবরোধ করেন।

কৃষকদের এই অবরোধের ফলে দিনব্যাপী দিল্লি-নয়ডা সীমান্তে যান চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা যায়, ভারতীয় কিষাণ ইউনিয়নের (টিকায়েত) (বিকেইউ) নেতৃত্বে মুজাফফ্‌রনগর, সাহারানপুর, হাপুর ও মিরাটসহ বিভিন্ন জেলা থেকে ট্র্যাক্টর মিছিল শুরু করেন কৃষকেরা।

এ সময় এক কৃষক নেতা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা এখনও সরকারের তরফে কোনও বার্তা পাইনি। আলোচনার পথ সব সময় খোলা থাকবে। আমরা আলোচনা চাই। তাই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’

এর আগে একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকেই বিক্ষোভ প্রদর্শণ করছেন কৃষকেরা। তাদের বিক্ষোভের জেরে প্রায় দু’সপ্তাহ ধরে বন্ধ রয়েছে দিল্লিতে প্রবেশের সিঙ্ঘু এবং টিকরি সীমানা।

Latest articles

Related articles