পাঁচ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া কাশ্মীরি সাংবাদিক আসিফ সুলতানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীনগর জেলা পুলিশ কর্তৃক দায়ের করা ইউপিএ আইনে তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।
উত্তরপ্রদেশের আম্বেদকর নগর কারাগার থেকে শ্রীনগরে তার বাড়িতে ফিরিয়ে আনার পরই তাকে গ্রেফতার করে পুলিশ।
তার আইনজীবী আদিল আবদুল্লাহ পণ্ডিত বলেন, তাকে পুনরায় গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে ২০১৮ সালে তাকে গ্রেফতার করে পুলিশ। ২০১৯ সালে তার বিরুদ্ধে “জঙ্গিদের আশ্রয়” দেওয়ার অভিযোগ দায়ের করে পুলিশ।