এনবিটিভি নিউজ ডেস্ক : মর্মান্তিক ঘটনা, তুমুল বৃষ্টি ও বজ্রপাতে বিহারে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন মানুষ। বৃহস্পতিবারের এই ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছে গোটা রাজ্য। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। আকাশ কালো করে আসা মেঘের বুক চিরে বজ্রের ফলার মতো নেমে আসে বিদ্যুৎ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানিয়েছেন, খাগারিয়া, গোপালগঞ্জ, চম্পারণ, কিষানগঞ্জ, জমুই, জেহানাবাদ-সহ বেশ কয়েকটি জেলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। পাশাপাশি, মৃত্যু হয়েছে অনেক গৃহপালিত পশুরও। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।