আরও ১৪ দিনের জন্যে বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়লো দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দিল্লির একটি আদালত জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে। হেফাজতে মেয়াদ বাড়ানো হয়েছে ভারত রাষ্ট্র সমিতির নেতা (বিআরএস) কে কবিতারও।
উল্লেখ্য দুজনই দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় গত মাস থেকে কারাগারে আছেন।
সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিষয়ক বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা এ তাদের হেফাজত বাড়ানোর আদেশ দেন।