লোকসভা নির্বাচনের প্রথম ধাপ শেষ হয়েছে। সাত দফার এই নির্বাচন শেষ হবে ১ জুন। ভোট গণনা শেষে ফল পেতে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।
কিন্তু এর আগেই প্রতিপক্ষরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এমপি হিসেবে নির্বাচিত হলেন বিজেপির সুরাত কেন্দ্রের প্রার্থী মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল। সোমবার তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।
গুজরাট রাজ্যের বিজেপি সভাপতি সি.আর পাতিল তাকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে রবিবার কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং অফিসার সৌরভ পারধি। পরবর্তীতে সুরাত কেন্দ্রে নীলেশের পরিবর্তিত প্রার্থী হিসেবে সুরেশ পাডশালাকে মনোনয়ন দেয় কংগ্রেস। কিন্তু তার মনোনয়নপত্রও অবৈধ বলে গণ্য হয়। স্বাভাবিকভাবেই নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে বেরিয়ে যায় কংগ্রেস।