ছত্তিশগড়ে আবারও পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে এক মাওবাদী নেতা নিহত হয়েছে।
শনিবার সকালে রাজ্যের সুকমা জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই মাওবাদী নেতার নাম দুধি হুঙ্গা।
নিহত দুধি হুঙ্গার মাথার দাম ছিল এক লাখ রুপি। তার বিরুদ্ধে ১৬টি অভিযোগ ছিল ছিল বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন দুধি।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই অভিযান চালানো হয়। পুলিশকে দেখেই মাওবাদীরা গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। অন্য মাওবাদী নেতা ভেট্টি, হিতেশদের ধরতে না পারলেও পুলিশের গুলিতে নিহত হন দুধি।