‘ইন্ডিয়া’ জোটের পরাজয় নিশ্চিত হয়ে গেছে : মোদী

লোকসভার পাঁচ দফার ভোটেই ‘ইন্ডিয়া’ জোটের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কংগ্রেস এখন ডুবন্ত এক জাহাজ। তৃণমূল কংগ্রেসের জাহাজও ফুটো বলে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার পশ্চিমঙ্গের ঝাড়গ্রামে এক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

মোদি বলেন, কংগ্রেসের শাসনামলে দেশ পিছিয়েছে। পশ্চিমবঙ্গে এখন সন্ত্রাস ও দুর্নীতি নিত্য সঙ্গী। গত ১০ বছরের ২৫ কোটি মানুষকে মোদি সরকার দারিদ্র্যমুক্ত করেছে। পশ্চিমঙ্গের মানুষের কাছে তৃণমূল বিপজ্জনক হয়ে উঠেছে। তৃণমূল অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে।

একইদিন পুরুলিয়ায় এক জনসভায় নরেন্দ্র মোদি বলেন, আগামী ৪ জুনের পর (এদিন লোকসভার ভোটের ফলাফল ঘোষণা হবে) দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। কোনো দুর্নীতিবাজকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। তৃণমূল মা, মাটি ও মানুষের কথা বলে ক্ষমতায় এসে এখন মা, মাটি ও মানুষের অধিকার লুট করছে। শিক্ষক নিয়োগে দুনীতি করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।

Latest articles

Related articles