ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুরের অভিযোগে বিজেপির খুরদা বিধায়ক প্রার্থী প্রশান্ত জগদেবকে আটক করেছে উড়িষ্যার পুলিশ।
বেগুনুয়া বিধানসভা কেন্দ্রের কুয়ানরিপাটনায় একটি ভোটকেন্দ্রে যান জগদেব ও তার সমর্থকেরা। সেখানে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে তর্কের এক পর্যায়ে তিনি ইভিএম ভাংচুর করেন বলে অভিযোগ উঠে।
পরে পুলিশ জগদেবকে অভিযান চালিয়ে আটক করে।
এ অভিযোগ অস্বীকর করে থানার ভেতরেই ধর্নায় বসেছেন জগদেব। ভুলবশত মাটিতে পড়ে ইভিএম নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।