ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল

ফিলিস্তিনের ইসরাইলের চালানো বর্বরতার বিরোধিতা করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল।

বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলের কোনও প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসন নিয়ে ব্রাজিল ও ইসরায়েলের সম্পর্কে টানাপড়েন চলছে। গাজায় ইসরাইলের ভূমিকার কড়া সমালোচনা করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ ঘটনায় ইসরাইলি মন্ত্রী ইসরায়েল কাৎজ ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। জেরুজালেমে হলোকাস্ট জাদুঘরে তাকে হাজির করে প্রকাশ্যে তিরস্কার করা হয়।

গত ফেব্রুয়ারিতে ব্রাজিলের লুলা বলেছিলেন, গাজা উপত্যকায় ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা ঘটছে তা ইতিহাসে অন্য কোনও সময় দেখা যায়নি। তবে হিটলার যখন ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এমনটি ঘটেছিল।

এবার রাষ্ট্রদূতকে বহিষ্কারের মত কড়া সিদ্ধান্ত গ্রহণ করল ব্রাজিল।

Latest articles

Related articles