বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে পুলিশ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
তদন্ত চললেও তবে এখনই হিরণকে গ্রেফতার করা যাবে না এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আবার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো পুলিশকে। এর আগে এই মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহ।
উল্লেখ্য, গত ১৮ মে ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাজির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় হিরণ-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তৃণমূল প্রার্থী দেবের একটি ভুয়ো অডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয় ওই এফআইআর এ।
এফআইআরকে চ্যালেঞ্জ করে হিরণ আদালতে গেলে বিচারপতি সিংহ ঘাটালে ভোটের আগে ওই তদন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। জানিয়েছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে পারবে না। সোমবার স্থগিতাদেশ তুলে নেওয়া হল।
উল্লেখ্য, ঘাটাল থেকে এ বার জিততে পারেননি হিরণ। জিতেছেন গত দু’বারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব। হিরণের সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ১ লক্ষ ৮২ হাজারের বেশি।